কম্পিউটারে বাংলা ভাষাকে সহজ ও ব্যবহারযোগ্য করার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের ওয়েবসাইট সমুহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছিঃ
১. প্রথমে আমি সামহোয়্যারইনব্লগকে আন্তরিকভাবে ধন্যবাদ জনাচ্ছি, এই সাইটের মাধ্যমে আমরা বাংলা ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি।
২. লিনাক্স অপারেটিং সিস্টেম বাংলায় চালু করার জন্য অংকুর প্রকল্প কাজ করে যাচ্ছে। বিস্তারিত জানার জন্য ওদের ওয়েব এড্রেস হলো- অংকুর বাংলা লিনাক্স
৩. অভ্র কিবোর্ড হলো উইন্ডোজের জন্য তৈরী ইউনিকোড ভিত্তিক বাংলা টাইপিং সফটওয়্যার। এটি বিনামূল্যে বিতরন করা হয়। ওয়েবসাইট হলো অভ্র কিবোর্ড
৪. Openoffice.org এখন বাংলা সংস্করনে ও পাওয়া যাচ্ছে। এড্রেস ওপেন অফিস
৫. মুক্ত বাংলা ফন্ট ইউনিকোড ভিত্তিক বিনামূল্যে বিতরনযোগ্য ফন্ট। ডাউনলোড করুন মুক্ত বাংলা ফন্ট থেকে।
৬. একুশে প্রজেক্ট ইউনিকোড ভিত্তিক বাংলা টাইপিং ম্যানেজার, বাংলা ফন্ট ইত্যাদি নিয়ে কাজ করছে। একুশে এ দেখুন।
৭. বাংলাওয়ার্ড একটি পুর্নাঙ্গ বাংলা ওয়ার্ড প্রসেসর। বিস্তারিত দেখুন বাংলাওয়ার্ড
৮. অক্ষর ওয়ার্ড প্রসেসরঃ এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজে বাংলা টাইপ করতে পারবেন এমনকি মাউস দিয়েও টাইপ করা যাবে। এছাড়া ও সফওয়্যারটিতে আছে বাংলা কিবোর্ড লেআউট, বাংলা ক্যালেন্ডার, ইউনিকোড কনভার্টার, ইংলিশ টু বাংলা ট্রানসলেটর, টাইপ টিউটর ইত্যাদি। ওয়েব এড্রেস অক্ষর বাংলা
৯. লেখঃ এটি একটি প্লেইন টেক্সট এডিটর। ফোনেটিক টাইপ সাপোর্ট করে। বিস্তারিত লেখ এ দেখুন।
১০. অনলাইন বাংলা অভিধানঃ এই সাইটে রয়েছে ইংলিশ টু বাংলা অভিধান এবং বাংলা টু ইংলিশ অভিধান। অনলাইন বাংলা অভিধান দেখুন।
১১. বাংলাপিডিয়াঃ বাংলাদেশের জাতীয় এনসাইক্লোপিডিয়া। বাংলাপিডিয়া
১২. বাংলা ক্যালেনডারের জন্য বাংলা ক্যালেন্ডার দেখুন।
ডিসেম্বর 28, 2009; 2:46 অপরাহ্ন এ
[…] […]