ওবুন্তু লিনাক্স : নেটওয়ার্ক কনফিগারেশন (কমান্ড লাইন)

অপেক্ষাকৃত অভিজ্ঞ ব্যবহারকারীরা লিনাক্সে সব কিছু কমান্ডের মাধ্যমে করতে পছন্দ করেন। যারা কমান্ড লাইনে নেটওয়ার্ক কনফিগার করতে চান তাদের জন্য কমান্ডগুলো উদাহারন সহ দেওয়া হল।

আপনি যদি ডিএইচসিপির মাধ্যমে আইপি পেতে চান তাহলে নিচের কমান্ডের মাধ্যমে /etc/network/interfaces ফাইলটি ওপেন করুন।

sudo vi /etc/network/interfaces

এবার নিচের লাইনগুলো এড অথবা রিপ্লেস করুন

# The primary network interface – use DHCP to find our address
auto eth0
iface eth0 inet dhcp

আর স্ট্যাটিক আইপি ব্যবহার করতে চাইলে ওপরের লাইনগুলোর স্থলে নিচর লাইনগুলো হবে(ধরে নিচ্ছি আইপি, সাবনেটমাস্ক ও গেটওয়ে যথাক্রমে 192.168.3.90, 255.255.255.0 ও 192.168.3.1)

# The primary network interface
auto eth0
iface eth0 inet static
address 192.168.3.90
gateway 192.168.3.1
netmask 255.255.255.0
network 192.168.3.0
broadcast 192.168.3.255

হোস্টনেম সেট করার জন্য নিচের কমান্ডটি দিন( newname এর স্থলে আপনার হোস্টনেম যা তা হবে)

sudo /bin/hostname newname

ডিএনএস সেটাপের জন্য /etc/resolv.conf ফাইলটি মডিফাই করতে হবে। ধরি ডোমেইন test.com এবং আইপি 192.168.3.2। তাহলে নিচের কমান্ড দিয়ে resolv.conf ফাইলটি ওপেন করুন

sudo vi /etc/resolv.conf

এবার নিচের লাইন গুলো এড করুন

search test.com
nameserver 192.168.3.2

2 Responses to “ওবুন্তু লিনাক্স : নেটওয়ার্ক কনফিগারেশন (কমান্ড লাইন)”

  1. omiazad Says:

    আপনি এই লেখাগুলি কি http://www.mukto.org-এ দিয়ে কন্ট্রিবিউট করবেন?


অপু ব্লগ এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল