বর্তমানে ডেস্কটপ ইউজারদের মধ্যে লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনটা বেশী জনপ্রিয় তা হল ওবুন্তু। ওবুন্তুর একটাই সীমাবদ্ধতা তা হল, এডিশনাল সফটওয়্যার ইনস্টল বা কোন কিছু আপডেট করতে গেলেই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। ধরুন, আপনি ওবুন্তু ব্যবহারকারী। অনেকদিন ধরেই ব্যবহার করছেন। আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন ও আছে। বিভিন্ন সময় বিভিন্ন আপডেট, নতুন সফটওয়্যার ইনস্টল করেছেন। এখন হার্ডডিস্ক ফরম্যাট করে আবার ইনস্টল করতে হবে। তাহলে কি আবার সবকিছু ডাউনলোড করবেন? না, তার আর প্রয়োজন হবে না। APTonCD ব্যবহার করে সিডি বা ডিভিডতে এপিটি ব্যাকআপ করে রেখে দিন পরবর্তীতে যে কোন সময় তা রিস্টোর করতে পারবেন। এছাড়া ও কোন পিসিতে ইন্টারনেট সংযোগ না থাকলে সেই পিসিতে ও এপিটি ব্যাকআপ সিডি দিয়ে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য নিচের লিংকটা ভিজিট করুন।
http://aptoncd.sourceforge.net/
ডিসেম্বর 28, 2009; 2:35 অপরাহ্ন এ
[…] […]