ধরুন, আপনার কাছে Dhaka.txt, Chittagong.txt, Rajshahi.txt, Khulna.txt, Barisal.txt ও Sylhet.txt নামে ছয়টি টেক্সট ফাইল আছে। এই ফাইলগুলির সব তথ্য Bangladesh.txt নামে একটা ফাইলে আনবেন। এজন্য যা করতে হবে-
Start Menu–>Run এ cmd লিখে এন্টার দিন। ডস প্রম্পট রান হবে। যেখানে ফাইলগুলি আছে সেই লোকেশনে যান। এবার নিচের কমান্ডটি দিন।
copy/b Dhaka.txt+Chittagong.txt+Rajshahi.txt+Khulna.txt+Barishal.txt+Sylhet.txt Bangladesh.txt
অথবা,
copy/b *.txt Bangladesh.txt (তবে এই ক্ষেত্রে ফোল্ডারটিতে উল্লেখিত ফাইলগুলি ছাড়াও যদি অন্য টেক্সট ফাইল থাকে তা ও এক হয়ে যাবে।)
Advertisements
জুলাই 10, 2007; 6:50 অপরাহ্ন এ
How can i add a image in my wordpree. And how can i add or modify the them in wordpress
ফেব্রুয়ারি 1, 2009; 12:25 পুর্বাহ্ন এ
not try
ফেব্রুয়ারি 2, 2014; 4:55 পুর্বাহ্ন এ
প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে প্রতিবন্ধক মূলত ২টি:
• অপর্যাপ্ত দিক-নির্দেশনা ও সহায়তা।
• ইলেকট্রনিক্স কম্পোনেন্টের অপ্রতুলতা।
এই প্রতিবন্ধক জয়ের প্ল্যাটফর্মই হচ্ছে টেকশপ বাংলাদেশ লিঃ।
টেকশপ বাংলাদেশকে সংজ্ঞায়ন করা যায় এভাবে: এটি এমন এক প্ল্যাটফর্ম যার মাধ্যমে একজন প্রযুক্তিপ্রেমী-
• সার্কিট ডিজাইন বা ইলেক্ট্রনিক প্রোজেক্ট করবার কৌশল শেখার পাশাপাশি এ সংক্রান্ত যে কোনো সমস্যায় সহায়তা পেতে পারে
• প্রোজেক্ট বা প্রকল্পটি প্রয়োগ করবার জন্য প্রয়োজনীয় কম্পোনেন্ট কিনতে পারে ঘরে বসেই।
শুধু ইলেকট্রনিক কম্পোনেন্ট সরবরাহ নয়, আমরা চাই মানুষের মধ্যে প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা তৈরি করতে। তাই Micro-Controller, FPGA প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিই আমরা। এছাড়াও, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সেমিনার এবং ওয়ার্কশপ পরিচালনা করি। সম্প্রতি আমরা একটি Market Place চালু করেছি টেকশপ এ। Market Place হল এমন একটি সিস্টেম, যার মাধ্যমে যে কেউ তার গবেষণাধর্মী ইলেকট্রনিক পণ্য আমাদের এই সাইটের মাধ্যমে বিক্রি করতে পারে। চালু করামাত্রই আমরা অনেক ভাল সাড়া পাচ্ছি। কেননা প্রায়ই আমরা বিভিন্ন পত্রিকায় খবর দেখি যে, আমাদের দেশের তরুণরা অনেক ভাল গবেষণাধর্মী নতুন ধরনের Project তৈরি করে। কিন্তু সেটি Professionally বাস্তবায়িত করার সুযোগ না থাকায় Project টি আর চূড়ান্ত সাফল্যের মুখ দেখে না। টেকশপ সেই সুযোগটি দিচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা তরুণদের। আন্তর্জাতিক কয়েকটি ই-কমার্স সাইটের স্থানীয় ডিস্ট্রিবিউটর হিসেবেও কাজ করছে টেকশপ যেমনঃ Sparkfun, Pololu, Seeed Studio, RS Components, Waveshare, DFRobot আর Pi Labs Bangladesh.
আজই Visit করুনঃ http://www.techshopbd.com