উইন্ডোজ এক্সপিতে সিকিউরিটি সেন্টার এলার্ট ডিসেবল করুন

security_center_alert.jpg

উইন্ডোজ এক্সপিতে কিছু ফিচার আছে যা আরব্য রজনীর ভুতের মত ঘাড়ে চেপে বসে। এরকম একটি হচ্ছে Security Center Alerts। উইন্ডোজ আপডেট, ফায়ারওয়াল এবং এন্টিভাইরাস এর যেকোন একটি ডিসেবল করলেই এই এলার্ট সিস্টেম ট্রেতে বসে থাকে এবং প্রত্যেকবার পিসি স্টার্টের সময় Your computer might be at risk এই রকম ভীতিকর একটা মেসেজ দেয় যা নতুন ব্যবহারকারীদেরকে অনেক সময় ঘাবড়ে দেয়। Read the rest of this entry »

Meebo ওয়েব বেজড মেসেজিং সার্ভিস

meebo.jpg

যারা নিয়মিত চ্যাট করেন তাদের জন্য দারুন একটি ওয়েবসাইট এটি। এই সাইটের বৈশিষ্ট হল একটা লগিন দিয়েই আপনি AIM, Yahoo!, MSN, Google Talk, ICQ, Jabber এ একসাথে চ্যাট করতে পারবেন। এছাড়াও এটি যেহেতু ব্রাউজার ভিত্তিক তাই লিনাক্স/উইন্ডোজ সব প্লাটফর্মেই ব্যবহার করতে পারবেন। কোন ইনস্টলেশনের ঝামেলা নেই। রেজিষ্ট্রেশন সম্পূর্ন ফ্রি। Read the rest of this entry »

স্পেশাল কারেক্টারের কিবোর্ড শর্টকাট

special_charecter.jpg

বিভিন্ন সময় স্পেশাল কারেক্টার টাইপ করতে হয়। যেমন: © ® ™ ± ইত্যাদি। এসব কারেক্টার আপনি কিবোর্ড থেকে সহজেই লিখতে পারবেন। নিচে একটা লিস্ট দিলাম। Read the rest of this entry »

মিনি টিপস : উইন্ডোজ এক্সপিতে বাংলা লেখা আরো নিখুঁত দেখতে চাইলে

clear_type_font.jpg

উইন্ডোজ এক্সপিতে বাংলা লেখা আরো নিখুঁত দেখতে চাইলে যা করতে হবে:
১. ডেস্কটপে রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুন।
Read the rest of this entry »

ইউএসবি পিসি রিপেয়ার ডিস্ক

usb_pendrive.jpg

এই লিংক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন। ১৪.২ মেগাবাইটের এই ফাইলটিতে সর্বমোট ৩৭ টি ফ্রীওয়্যার ইউটিলিটি আছে যা দিয়ে আপনি পিসি রিপেয়ার/পারফরমেন্স বৃদ্ধির সব ধরনের কাজ করতে পারবেন। সবগুলো প্রোগ্রামই সরাসরি ইউএসবি পেন ড্রাইভ থেকে চালানো যায়। জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেলে পেন ড্রাইভের মধ্যে আনজিপ করুন। Read the rest of this entry »

উইন্ডোজ এক্সপির ওয়েলকাম স্ক্রীন থেকে ইউজারনেম লুকানো যায়

 xp_welcome.jpg

উইন্ডোজ এক্সপিতে যত জন ইউজার তৈরী করা হয় সবার নাম ওয়েলকাম স্ক্রীনে দেখা যায়। আপনি চাইলে যেকোন ইউজারের নাম ওয়েলকাম স্ক্রীন থেকে লুকিয়ে ফেলতে পারেন। এজন্য যা করতে হবে:
১. Start–>Run–>regedit রেজিষ্ট্রি এডিটর রান করুন।
২. নিচের লোকেশনে যান
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\SpecialAccounts\UserList
Read the rest of this entry »

Workrave হার্ডকোর পিসি ইউজারদের বন্ধু

rest-break.jpg

আপনি ২৪ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় পিসির সামনেই থাকেন। একটু রেস্ট নেওয়ার দরকার সেটাও মনে থাকেনা। একটু সতর্ক হোন কারন আপনি Repetitive Strain Injury (RSI) তে আক্রান্ত হতে পারেন। আর এই ব্যাপারে আপনার ভাল বন্ধু হতে পারে Workrave সফটওয়্যারটি। এটি একটি ফ্রীওয়্যার। Read the rest of this entry »

LetterPop! ফ্রী অনলাইন নিউজলেটার ক্রিয়েটর

newslatter.jpg

এক সময় বিভিন্ন নিউজলেটার, বুলেটিন ইত্যাদি সংগ্রহ করতাম। রাশিয়া, ভারত ও ইরানের বাংলাদেশ দূতাবাস সহ আরো অনেক জায়গা থেকে এসব পেতাম। ড্র্যাগ এন্ড ড্রপ ও কিছু লেখা টাইপ করেই আপনি বানিয়ে ফেলতে পারেন এ ধরনের দৃষ্টিন্দন নিউজলেটার। আর এই কাজের জন্য আপনার পিসিতে কোন প্রোগ্রাম ও ইনস্টল করতে হবে না। Read the rest of this entry »

মিনি টিপস : ফায়ারফক্স টেক্সট ড্র্যাগ এন্ড ড্রপ সাপোর্ট করে

firefox_dnd.jpg

আপনি কি জানেন মোজিলা ফায়ারফক্সে যে কোন লেখাকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়? এই সুবিধাটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। যেমন:- Read the rest of this entry »

উইন্ডোজ এক্সপি ও বুশকে ভয় পায়!!!!!!

notepad_egg.jpg

Start–>Run এ লিখুন notepad ওকে বাটন প্রেস করুন নোটপ্যাড রান হবে লিখুন
Bush hid the facts
এবার bush নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
Read the rest of this entry »