বাংলা স্পেল চেকার ভার্শন ১.২

বাংলা স্পেল চেকারের ব্যাপারে অনেকে আগ্রহ দেখিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আরো কিছু সংশোধন, সংযোজন করে এর ভার্শন ১.২ দিলাম। ডাউনলোড লিংক নিচে দেখুন।Rapidshare অথবা Goowy

পাসওয়ার্ড:
https://jewelosman.wordpress.com/

22 Responses to “বাংলা স্পেল চেকার ভার্শন ১.২”

  1. omicronlab Says:

    ডাউনলোড করে দেখলাম। অসাধারণ কাজ করেছেন। থামবেন না আশা করি।

    ভালো থাকুন।

  2. tutul (prottutponnomotitto) Says:

    password mile na… soja ekta pass den plz..
    ajke nie 2bar namailam
    plz
    plz

  3. jewelosman Says:

    আমি আবার চেক করলাম নিচের পাসওয়ার্ডটা দিয়ে…কোন সমস্যা নেই…নিচে যা লেখা আছে সেটা কপি করে পেস্ট করুন…..

    https://jewelosman.wordpress.com/

  4. MysticSaint Says:

    Hi Jewel Bhai,
    Saalam. this is a great work. i will try it once i download. will provide you my feedback soon, inshallah.

    many thanks again.

    Sadiq

  5. তপু Says:

    ভাই, খুব ভাল হয়েছে। অভিধানের রেফারেন্স হিসাবে বাংলা একাডেমী হতে প্রকাশিত অভিধানটি ব্যাবহার করে দেখতে পারেন।

  6. chemical Ali Says:

    thats a great job, keep things up.
    Have a great day

  7. প্রকৃতিপ্রেমিক Says:

    ভাল কাজ করছে। এর দ্বারা আশা করি সবারই উপকার হবে। বিশেষ করে আমরা যারা বাংলা ওয়েব সাইট তৈরি করছি।

    পাসওয়ার্ডে কোন সমস্যা আমি পাইনি।

  8. শুভ্র Says:

    জুয়েল ভাই !!ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!
    দারুণ!! আমরা কৃতজ্ঞ।

  9. ali mahmed Says:

    আপনার এই ভার্সনটায় আমার সমস্যা হচ্ছে। সমস্যাটা সম্ভবত আমার এখানে। বে টাইপ করলে বাংলা আসছে না। এই মুহূর্তে রূপালী ফন্ট আমার কাছে নাই।

    যাই হোক, আগেরটা দেখেই মুগ্ধ। ৫ ডলার পাওনা রইলেন।

  10. jewelosman Says:

    শুভ ভাই,
    rupali ফন্টটা আমি সাথে দিয়ে দিয়েছি….Font ফোল্ডারের মধ্যে পাবেন…আগের ভার্শনে “ক্ষ” অক্ষরটা দেখায়না..এছাড়া নতুন কিছু শব্দ ও সংযুক্ত করা হয়েছে ভার্শন ১.২ তে….

  11. VistaArc Says:

    হুমম, দারুণ কাজ :D

  12. ইরতেজা Says:

    জুয়েল বদ্দা,
    খুবি দারুন। খুব ভালো কাজ করছে। বদ্দা অনেক অনেক ধন্যবাদ

  13. jewelosman Says:

    অঁনরেও ধৈন্যবাদ…. :)

  14. omiazad Says:

    এটা কি ইউনিকোড?

  15. jewelosman Says:

    হ্যাঁ ইউনিকোড@omiazad

  16. rakibulislam Says:

    অমি ভাই এইটা একটা প্রশ্ন করলেন আপনি?

  17. রাহাত Says:

    ডাউনলোড লিংক কাজ করে না।

  18. Farzeen Sweetie Says:

    প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে প্রতিবন্ধক মূলত ২টি:
    • অপর্যাপ্ত দিক-নির্দেশনা ও সহায়তা।
    • ইলেকট্রনিক্স কম্পোনেন্টের অপ্রতুলতা।
    এই প্রতিবন্ধক জয়ের প্ল্যাটফর্মই হচ্ছে টেকশপ বাংলাদেশ লিঃ।

    টেকশপ বাংলাদেশকে সংজ্ঞায়ন করা যায় এভাবে: এটি এমন এক প্ল্যাটফর্ম যার মাধ্যমে একজন প্রযুক্তিপ্রেমী-
    • সার্কিট ডিজাইন বা ইলেক্ট্রনিক প্রোজেক্ট করবার কৌশল শেখার পাশাপাশি এ সংক্রান্ত যে কোনো সমস্যায় সহায়তা পেতে পারে
    • প্রোজেক্ট বা প্রকল্পটি প্রয়োগ করবার জন্য প্রয়োজনীয় কম্পোনেন্ট কিনতে পারে ঘরে বসেই।

    শুধু ইলেকট্রনিক কম্পোনেন্ট সরবরাহ নয়, আমরা চাই মানুষের মধ্যে প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা তৈরি করতে। তাই Micro-Controller, FPGA প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিই আমরা। এছাড়াও, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সেমিনার এবং ওয়ার্কশপ পরিচালনা করি। সম্প্রতি আমরা একটি Market Place চালু করেছি টেকশপ এ। Market Place হল এমন একটি সিস্টেম, যার মাধ্যমে যে কেউ তার গবেষণাধর্মী ইলেকট্রনিক পণ্য আমাদের এই সাইটের মাধ্যমে বিক্রি করতে পারে। চালু করামাত্রই আমরা অনেক ভাল সাড়া পাচ্ছি। কেননা প্রায়ই আমরা বিভিন্ন পত্রিকায় খবর দেখি যে, আমাদের দেশের তরুণরা অনেক ভাল গবেষণাধর্মী নতুন ধরনের Project তৈরি করে। কিন্তু সেটি Professionally বাস্তবায়িত করার সুযোগ না থাকায় Project টি আর চূড়ান্ত সাফল্যের মুখ দেখে না। টেকশপ সেই সুযোগটি দিচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা তরুণদের। আন্তর্জাতিক কয়েকটি ই-কমার্স সাইটের স্থানীয় ডিস্ট্রিবিউটর হিসেবেও কাজ করছে টেকশপ যেমনঃ Sparkfun, Pololu, Seeed Studio, RS Components, Waveshare, DFRobot আর Pi Labs Bangladesh.

    আজই Visit করুনঃ http://www.techshopbd.com


এখানে আপনার মন্তব্য রেখে যান