পোর্টেবল এন্টিভাইরাস

virus1.jpg

ইদানিং পিসি ব্যবহারকারীরা অনেক সচেতন। বেশিরভাগ ব্যবহারহারকারীই তাদের পিসিতে এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন। এন্টিভাইরাস ব্যবহারের পর ও অনেক সময় পিসি ভাইরাস আক্রান্ত হয়। কারন সব এন্টিভাইরাস সব সময় সব ভাইরাস ডিটেক্ট করতে পারেনা। তাই বলে একটা পিসিতে অনেক এন্টিভাইরাস ব্যবহার করাটা ও বুদ্ধিমানের কাজ হতে পারেনা। কারন একাধিক এন্টিভাইরাস পিসিতে ইনস্টল করলে পিসির পারফর্মেন্স কমে যাবে। এজন্য বিকল্প একটা ব্যবস্থা হতে পারে পোর্টেবল এন্টিভাইরাস যা ইউএসবি বা রিমুভেবল ড্রাইভ থেকে রান হবে। এধরনের কিছু এন্টিভাইরাসের নাম ও সোর্স নিচে দেওয়া হল। Read the rest of this entry »

সন্দেহজনক ফাইল ভাইরাস কিনা চেক করে নিন

pc_virus.jpg

এন্টিভাইরাস থাকার পর ও অনেক পিসি ভাইরাস আক্রান্ত হয়। কারন আপনার এন্টিভাইরাসটি সব ভাইরাস ডিটেক্ট করবে এমন কোন নিশ্চয়তা নেই। তাই আপনার পিসিতে সন্দেহজনক কোন ফাইল চোখে পড়লে তা সাথে সাথে Virustotal সাইটে গিয়ে চেক করে নিতে পারেন। এই সাইটে প্রায় ৩২টা এন্টিভাইরাস দিয়ে আপনার দেওয়া ফাইলটি চেক করে একটা লিস্ট দেখাবে কোন কোন এন্টিভাইরাস আপনার দেওয়া ফাইলটিকে কিভাবে দেখছে। Read the rest of this entry »

Symantec এন্টিভাইরাস সার্ভার ও ক্লায়েন্ট সেটাপ

symantec.jpg

বর্তমানে পিসিতে এন্টিভাইরাস ইনস্টল করাটা একটি অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু বেশির ভাগ ব্যবহারকরীই এন্টিভাইরাস সম্পর্কে সচেতন না। অনেকেই আছেন যাদের কাছে ভাইরাস-এন্টিভাইরাস বিষয়টি পরিস্কার না। আর যারা এন্টিভাইরাস কি জানেন তাদের মধ্যে ও বেশিরভাগ ব্যবহারকারী মনে করেন এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করলেই ফরজ আদায় হয়ে গেল :)। Read the rest of this entry »