Microsoft Word দিয়ে ক্যালেন্ডার তৈরী করুন

calender.jpg

আপনারা কি জানেন ? Microsoft Word দিয়ে ক্যালেন্ডার তৈরী করা যায়। হ্যাঁ, খুবই সোজা। Microsoft Word রান করুন। File মেন্যু থেকে New… তে ক্লিক করুন। Templates উইন্ডো ওপেন করে Other Documents ট্যাবে যান। Calendar Wizard সিলেক্ট করে OK দিন। Calendar Wizard রান হবে। Next ক্লিক করুন। ক্যালেন্ডার স্টাইল পছন্দ করে Next ক্লিক করুন। ক্যালেন্ডারটি Portrait না Landscape হবে নিলেক্ট করুন এবং ছবির জন্য স্পেস রাখবেন কিনা Yes/No সিলেক্ট করে Next ক্লিক করুন। Start এবং End এ কোন বছরের কোন মাস থেকে কোন মাস পর্যন্ত হবে তা সিলেক্ট করে Next ক্লিক করুন। Finish ক্লিক করুন। আপনার ক্যালেন্ডার তৈরী হয়ে গেল। এবার পছন্দমত ছবি বসিয়ে (যদি প্রয়োজন মনে করেন) প্রিন্ট করুন।

2 Responses to “Microsoft Word দিয়ে ক্যালেন্ডার তৈরী করুন”

  1. অপু ব্লগ Says:

    […] ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করবেন ? Microsoft Word দিয়ে ক্যালেন্ডার তৈরী করুন হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি? […]

  2. Farzeen Sweetie Says:

    প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে প্রতিবন্ধক মূলত ২টি:
    • অপর্যাপ্ত দিক-নির্দেশনা ও সহায়তা।
    • ইলেকট্রনিক্স কম্পোনেন্টের অপ্রতুলতা।
    এই প্রতিবন্ধক জয়ের প্ল্যাটফর্মই হচ্ছে টেকশপ বাংলাদেশ লিঃ।

    টেকশপ বাংলাদেশকে সংজ্ঞায়ন করা যায় এভাবে: এটি এমন এক প্ল্যাটফর্ম যার মাধ্যমে একজন প্রযুক্তিপ্রেমী-
    • সার্কিট ডিজাইন বা ইলেক্ট্রনিক প্রোজেক্ট করবার কৌশল শেখার পাশাপাশি এ সংক্রান্ত যে কোনো সমস্যায় সহায়তা পেতে পারে
    • প্রোজেক্ট বা প্রকল্পটি প্রয়োগ করবার জন্য প্রয়োজনীয় কম্পোনেন্ট কিনতে পারে ঘরে বসেই।

    শুধু ইলেকট্রনিক কম্পোনেন্ট সরবরাহ নয়, আমরা চাই মানুষের মধ্যে প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা তৈরি করতে। তাই Micro-Controller, FPGA প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিই আমরা। এছাড়াও, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সেমিনার এবং ওয়ার্কশপ পরিচালনা করি। সম্প্রতি আমরা একটি Market Place চালু করেছি টেকশপ এ। Market Place হল এমন একটি সিস্টেম, যার মাধ্যমে যে কেউ তার গবেষণাধর্মী ইলেকট্রনিক পণ্য আমাদের এই সাইটের মাধ্যমে বিক্রি করতে পারে। চালু করামাত্রই আমরা অনেক ভাল সাড়া পাচ্ছি। কেননা প্রায়ই আমরা বিভিন্ন পত্রিকায় খবর দেখি যে, আমাদের দেশের তরুণরা অনেক ভাল গবেষণাধর্মী নতুন ধরনের Project তৈরি করে। কিন্তু সেটি Professionally বাস্তবায়িত করার সুযোগ না থাকায় Project টি আর চূড়ান্ত সাফল্যের মুখ দেখে না। টেকশপ সেই সুযোগটি দিচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা তরুণদের। আন্তর্জাতিক কয়েকটি ই-কমার্স সাইটের স্থানীয় ডিস্ট্রিবিউটর হিসেবেও কাজ করছে টেকশপ যেমনঃ Sparkfun, Pololu, Seeed Studio, RS Components, Waveshare, DFRobot আর Pi Labs Bangladesh.

    আজই Visit করুনঃ http://www.techshopbd.com


Farzeen Sweetie এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল