ওবুন্তু লিনাক্স : উইন্ডোজের ড্রাইভ এক্সেস করুন

ubuntu_win-par.jpg

লিনাক্সে উইন্ডোজের ড্রাইভগুলো এক্সেস করার জন্য mount/unmount কমান্ড দুটো ব্যবহার করা হয়। নতুন লিনাক্স ব্যবহারকারীদের যারা উইন্ডোজ/লিনাক্স ডুয়েল বুট সিস্টেম ইনস্টল করেন তারা অনেক সময় বুঝতে পারেন না কিভাবে উইন্ডোজ ড্রাইভগুলো লিনাক্সে এক্সেস করতে হয়। আমার এই পোস্টটি মূলত তাদের জন্য।
লিনাক্সে প্রাইমারী হার্ডডিস্ক /dev/hda এবং সেকেন্ডারী হার্ডডিস্ক /dev/hdb নামে থাকে। এবং ড্রাইভগুলো সাধারনত hda1,hda2,hdb1,hdb2 নামে থাকে। আপনি কিভাবে বুঝবেন উইন্ডোজের কোন ড্রাইভটির আইডি কি? লিনাক্সে fdisk দিয়ে তা দেখা যায়। আপনি যদি প্রাইমারী হার্ডডিস্কের ড্রাইভগুলো দেখতে চান তাহলে নিচের কমান্ডটি দিতে হবে।

sudo fdisk /dev/hda

fdisk রান হবে। এবার p দিলে ড্রাইভগুলোর ইনফরমেশন দেখাবে। ধরা যাক, /dev/hda6 ড্রাইভটি আমরা লিনাক্সে দেখব এবং এটি FAT/FAT32 পার্টিশন। যা করতে হবে-

/media/ লোকেশনে একটি ডিরেক্টরি তৈরী করুন। ডিরেক্টরি নেম যা খুশি দিতে পারেন তবে সেটা ওই ড্রাইভের পরিচিতিমূলক হলে ভাল হয়। যেমনঃ- /dev/hda6 পার্টিশনটি যদি উইন্ডোজের E ড্রাইভ হয় তাহলে ডিরেক্টরি নেম দিতে পারি win_e

sudo mkdir /media/win_e

মাউন্ট করার জন্য নিচের কমান্ডটি দিন।

sudo mount /dev/hda6 /media/win_e/ -t vfat -o iocharset=utf8,umask=000

উপরের কমান্ডটি খেয়াল করুন। hda6 এর স্থলে আপনার যে ড্রাইভটি মাউন্ট করবেন তার আইডি হবে। /media এর পরে আপনি যে নামে ডিরেক্টরি তৈরী করেছেন তা বসবে। ড্রাইভটি NTFS হলে vfat এর স্থলে ntfs হবে। আপনি যদি ড্রাইভটি রিড-অনলি হিসেবে মাউন্ট করতে চান তাহলে umask=0222 হবে। আর ড্রাইভটি আনমাউন্ট করতে হলে নিচের কমান্ডটি দিন।

sudo umount /media/win_e/

উপরের প্রক্রিয়ায় আপনি পিসি রিবুট করলে আবার ড্রাউভটি মাউন্ট করতে হবে। তাই আপনি যদি স্থায়ীভাবে এটি করতে চান সেক্ষেত্রে /etc এর অধীনে fstab ফাইলটি এডিট করতে হবে। উপরের ধাপগুলো করার পর নিচের কমান্ডগুলো দিন।

sudo cp /etc/fstab /etc/fstab_backup
sudo gedit /etc/fstab

fstab ফাইলটি ওপেন হবে। ফাইলটির শেষ লাইনে নিচের কমান্ডটি এড করে সেভ করুন।

/dev/hda6 /media/win_e vfat iocharset=utf8,umask=000 0 0

এরপর থেকে পিসি রিবুট করলে ও ডেস্কটপে ড্রাইভটির আইকন দেখতে পাবেন। নিচে একটি fstab ফাইলের নমুনা দিলাম।

# /etc/fstab: static file system information.
#
#
proc /proc proc defaults 0 0
/dev/hdb3 / ext3 defaults,errors=remount-ro 0 1
/dev/hdb7 none swap sw 0 0
/dev/hdc /media/cdrom0 udf,iso9660 user,noauto 0 0
/dev/fd0 /media/floppy0 auto rw,user,noauto 0 0
/dev/hdb6 /media/download vfat iocharset=utf8,umask=000 0 0
/dev/hdb5 /media/movie vfat iocharset=utf8,umask=000 0 0
/dev/hda6 /media/backup vfat iocharset=utf8,umask=000 0 0
/dev/hda5 /media/desktop vfat iocharset=utf8,umask=000 0 0

3 Responses to “ওবুন্তু লিনাক্স : উইন্ডোজের ড্রাইভ এক্সেস করুন”

  1. শামীম Says:

    ভবিষ্যতে কাজে লাগবে তথ্যগুলা। আপাতত: আমার হোম পিসি থেকে উইন্ডোজ পুরোপুরি আউট!

    আচ্ছা, এই পদ্ধতিতে লাইভ িসডি থেকে উইন্ডোজ ড্রাইভ মাউন্ট করা যাবে কি? কখনো িসস্টেম ক্র্যাশ করলে, লিনাক্স ম্যাজিক দেখানো যেত তাহলে! তাছাড়া, ভাইরাস দিয়ে দফারফা পিসি থেকেও ডাটা রিকভার করা যেত অনায়াসে।

  2. jewelosman Says:

    জী লাইভ সিডি থেকে ও কাজ করবে…..আপনার উল্লেখিত কাজগুলো আমি ও মাঝে মাঝে করি…..


শামীম এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল