বাংলা ইউনিকোড ফন্ট

latter.jpg

আমরা যারা কম্পিউটারে বাংলা নিয়ে কাজ করি তাদের মাঝে সমস্যা হয়ে যায় কোন ফন্টটা ইউনিকোড কমপ্লায়েন্ট আর কোনটা না। তিনটা ডাউনলোড লিংক দিলাম।
লিংকগুলোতে যেসব ফন্ট পাবেনঃ

আকাশ, অনি, লিখন ও মুক্তি ফন্ট পাবেন এখানে

বাংলা, একুশে আজাদ, একুশে দূর্গা, একুশে গোধূলী, একুশে মহুয়া, একুশে পুজা, একুশে পুর্নভবা, একুশে শরস্বতি, একুশে শরিফা, একুশে সুমিত, শোলায়মান লিপি, রুপালী, লিখন, আকাশ, মিত্র মনো, সাগর ও মুক্তি ফন্ট পাবেন এখানে

একুশে আজাদ, একুশে দূর্গা, একুশে গোধূলী, একুশে মহুয়া, একুশে পুজা, একুশে পুর্নভবা, একুশে শরস্বতি, একুশে শরিফা, একুশে সুমিত, শোলায়মান লিপি ও রুপালী ফন্ট পাবেন এখানে

4 Responses to “বাংলা ইউনিকোড ফন্ট”

  1. Kanishka Bhattacharya Says:

    I have “Bangla Word” software & I am accustomed with it but what I want to know that whether it is a Unicode font or not.


এখানে আপনার মন্তব্য রেখে যান